সাভারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম এবং বিপুল পরিমাণ জিহাদি বইসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৪। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার রাতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রাজ ফুলবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, ঢাকা-আরিচা মহাসড়কে তাদের নিয়মিত তল্লাশি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের ঝিটকা থেকে রাজধানীর গাবতলীর উদ্দেশে ছেড়ে আসা ভিলেজ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় একটি পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম এবং বিপুল পরিমাণ জিহাদি বইসহ বাসের তিন যাত্রীকে আটক করা হয়।
র্যাব ৪ এর কোম্পানি কমান্ডার মেজর আবদুল হাকিম বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তারা তিনজন জঙ্গি। বর্তমানে তাদের র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
জান্নাতুল বাকিতে মাওলানা আশরাফ আলী রহ. এর দাফন সম্পন্ন
সৌদিতে নাস্তিক ব্লগারের মৃত্যুদণ্ড কার্যকর
এসএস/