রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

প্রবল বর্ষণে লক্ষীপুরে ডুবে গেছে ফসলী জমি; ব্যপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লক্ষ্মীপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টি বর্ষণে নিন্মাঞ্চলের প্রায় ১০ হাজার হেক্টর ফসলি জমি ডুবে গেছে। নষ্ট হয়ে গেছে চাষকৃত সয়াবিন, বাদাম, মরিচ, ডালসহ বিভিন্ন রবি শষ্য। আগামী  ১০ থেকে ১৫ দিনের মধ্যে যে ফসল ঘরে তুলতে পারতো কৃষকরা। এখন সেই ফসল পানির নিচে তলিয়ে থাকায় দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থরা।

স্থানীয়রা জানান, লক্ষ্মীপুরে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি, ভারী বর্ষণ চলছে। এছাড়া চলতি মৌসুমে আগাম বৃষ্টিতে মেঘনা উপকূলীয় এ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। আবাদী জমিতে পানি জমে পঁচন ধরেছে সয়াবিন, বাদাম, মরিচ, ডালসহ বিভিন্ন ফসলে। সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে সদর উপজেলার ভবানীগঞ্জ, তোরাবগঞ্জ, পেয়ারাপুর, টুমচর, কমলনগরের মতিরহাট ও রামগতি এলাকার নিম্নাঞ্চলে।

লক্ষ্মীপুরে নিম্নাঞ্চলের ১০ হাজার হেক্টর ফসলি মাঠ ডুবে গেছে

স্থানীয় সূত্রে জানা গেছে,  জেলার  অন্তত ২০ হাজার  কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন  সয়াবিন ও বাদাম চাষীরা । বিভিন্ন এনজিও, সমিতি ও স্থানীয়দের কাছ থেকে ধার দেনা করে  চাষাবাদ করে ফসল তোলার আগমুহুর্তে এসে এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন চাষীরা। সরকারি সহায়তার দাবি জানান অনেকে।

লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর  উপ-পরিচালক কৃষিবিদ গোলাম মোস্তফা জানান, “অতিবৃষ্টির কারণে প্রায় ১০ হাজার হেক্টর ফসলি জমি জলাবদ্ধতার মধ্যে রয়েছে। ক্ষয়-ক্ষতির প্রতিবেদন উর্ধতন কর্তৃপক্ষের কাছে পঠানো হয়েছে, কৃষকদের বিভিন্ন পরামর্শ, আর সরকারি সহায়তা পেতে ক্ষতিগ্রস্থদের চুড়ান্ত তালিকার পর বরাদ্ধ প্রাপ্তি নিশ্চিত হওয়া যাবে। ”

[হাওড়ে ৫০ মেট্রিক টন মাছ মরে গেছে]

এসএস/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ