ইকবাল আজীজ, টেকনাফ থেকে
মহান আল্লাহ অত্যন্ত করুণাময় ও দয়ালু। আর এ কারণেই বান্দা বারবার অবাধ্য হওয়া সত্ত্বেও তিনি বারবার ক্ষমা করে দেন। অগণিত রহমতের মাঝে তাকে ডুবিয়ে রাখেন। বান্দা যাতে অবাধ্যতা ছেড়ে দেয় এবং অন্যায়ের পথ থেকে সত্য ও ন্যায়ের পথে আসে সে জন্য তিনি বিশেষ বিশেষ সময়ে বড় ধরনের ক্ষমা ঘোষণা করেন। শবে বরাত তারই একটি।
এরই সূত্রে এ রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, ককসবাজার জেলার সীমান্ত নগরী টেকনাফ উপজেলার পৌর শহরে অবস্থিত প্রাচীন দ্বীনি প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদরাসার শিক্ষাবর্ষ দাওরায়ে হাদিস (মাস্টার্স) এর খতমে বোখারী অনুষ্ঠান।
শা'বানের পূণ্যময় রজনীতে টেকনাফ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আবদুর রহীম ফরাজী "আওয়ার ইসলাম"কে খবরটি নিশ্চিত করে জানান, আল-জামিয়া প্রধান ও শায়খুল হাদীস আল্লামা মুফতি কিফায়তুল্লাহ শফিক বলেন, মহামহীয়ান আল্লাহ তা’আলার উপর ভরসা করে সংশ্লিষ্ট সকলের পরামর্শক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কওমি আলেমদের হীনম্মন্যতায় ভোগার দিন শেষ: আল্লামা আহমদ শফী
টেকনাফে কুরআন প্রতিযোগিতায় ৩ লক্ষ টাকা পুরস্কার
ইনশা-আল্লাহু তা’আলা শা'বান মাসের মাঝামাঝি (১৫ই শা'বান) উক্ত বরকতময় রজনীতে আল-জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে ইশার নামায পরবর্তী মুসল্লি সমাবেশেই আল-জামিয়ার সমাপনীবর্ষ দাওরায়ে হাদীস ছাত্রদের খতমে বোখারী ও সম্মিলিত দু’আর আয়োজন করা হবে।
তিনি আরো বলেন, উক্ত অনুষ্ঠানে জামিয়ার প্রাক্তন ছাত্র,মাদরাসার শুভাখাঙ্কীসহ সকলের উপস্থিতি কামনা করেন, এবং সকলের কাছে বিশেষ দোয়ার আবেদন করেন ৷
-এআরকে