সুনামগঞ্জের হাওড়গুলোতে বন্যার কারণে ৫০ মেট্রিক টন মাছ মরে গেছে বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ মেহেদী হাসান বলেন, অকাল বন্যায় ধান পচে গ্যাস সৃষ্টি হওয়ার কারণে মাছের এ মড়ক হয়েছে।
শুক্রবার সুনামগঞ্জের মাটিয়ান হাওর, শনির হাওর, করচার হাওর, টাঙ্গুয়ার হাওর পরির্দশন শেষে সন্ধ্যায় সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সৈয়দ মেহেদী বলেন, “শুক্রবার দিনভর আমাদের একটি প্রতিনিধি দল সুনামগঞ্জের হাওড়গুলো পরিদর্শনের পাশাপাশি কৃষকদের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে আমরা পানির গুণাগুণ পরীক্ষা করেছি। হাওড়ে তলিয়ে যাওয়া ধান পচে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়ে এসব মাছ মারা গেছে। টানা বৃষ্টিপাত হলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”
মাছ মাংসের প্রয়োজন পূরণ করতে এটি খান