গত ২৯ মার্চ জর্ডানের ‘আল বাহরুল মাইয়েত’ শহরে অনুষ্ঠিত হয়েছে আরবলীগের ২৮ তম বার্ষিক সম্মেলন। লীগের সদস্যভুক্ত ২২ টি দেশের সরকারপ্রধানরা এতে অংশ নেন।
প্রতিষ্ঠার পর থেকেই প্রশ্নবিদ্ধ এই প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ ও পদক্ষেপ নিয়ে আলোচনা-সমালোচনার কমতি নেই। এর সাথে যুক্ত হয়েছে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের অযোগ্যতা ও দুর্বলতার নানা উপসর্গ।
গত সম্মেলন নিয়ে সংবাদ ও যোগাযোগ মাধ্যমে অনেক কিছু হয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় ছিল দুবাই ও লেবাননের প্রেসিডেন্টের পড়ে যাওয়া ও সম্মেলন চলাকালীন বিভিন্নজনের ঘুম!
ফেসবুকে একজনের মন্তব্য এমন ছিল- ‘মৃত শহরের (আল বাহরুল মাইয়েত) মৃত সম্মেলনে আরব নেতাদের অর্ধমৃত অবস্থা! এদের থেকে মুসলিম উম্মাহর জন্য কিইবা আশা করা যায়..?’
সামাজিক যোগাযোগ মাধ্যমের সবখানেই বিষয়টি এখন হটটপিকে পরিণত হয়েছে। কেউ কেউ উপহাস করে বলছেন, সারা বিশ্বের মুসলিমরা যেখানে নির্যাতিত সে ইস্যুতে সমাবেশ ডেকে তারা নাক ডেকে ঘুমাচ্ছেন।
আন্তর্জাতিক মিডিয়াগুলোর অধিকাংশই তাদের ঘুমের ছবি দিয়ে নিউজ করেছে।