মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ইসরাইল বিরোধী পাঁচ নিন্দা প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Unchrআওয়ার ইসলাম : জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) ইসরায়েলের বিরুদ্ধে পাঁচটি নিন্দা প্রস্তাব পাস করেছে। এর মধ্যে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের জন্য চারটি এবং সিরিয়ার গোলান মালভূমি দখল করে রাখার জন্য একটি নিন্দা প্রস্তাব আনা হয়।

এ সম্পর্কে ফিলিস্তিনের পররাষ্ট্র দফতরের জাতিসংঘ বিভাগের পরিচালক ওমর আওয়াদ তুর্কি সংবাদমাধ্যম আদাদোলু-কে জানান, ‘কাউন্সিল স্বতস্ফূর্তভাবে আমাদের পক্ষে চারটি প্রস্তাব পাস করেছে।’

ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে অবৈধ ইসরায়েলি বসতি বির্মাণ, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, দখল করা ভূখণ্ডে ফিলিস্তিনিদের মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন প্রসঙ্গে চারটি নিন্দা প্রস্তাব আনা হয়।

মানবাধিকার কাউন্সিলে যুক্তরাষ্ট্র ও টোগো ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। অপরদিকে, ৪৭টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। সোমবার শুরু হওয়া কাউন্সিলের সেশন বয়কট করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটেন ইউএনএইচআরসি-কে ‘ইসরায়েল-বিরোধী’ অবস্থান নেওয়ার জন্য অভিযোগ করে। ভবিষ্যতে জায়নবাদী রাষ্ট্রের বিষয়ে এমন প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়ার বিষয়েও সতর্ক করেছে তারা। তবে এবার ব্রিটেন ওই প্রস্তাবে ভোট দানে বিরত থাকে।

আওয়াদ জানান, আন্তর্জাতিক প্রতিবেদনের ওপর নির্ভর করে ওই প্রস্তাব পাস করে কাউন্সিল। তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে দখল করা ভূখণ্ডে ইসরায়েলি বসতি নির্মাণ যে অবৈধ, তা প্রকাশ পায়। প্রস্তাবে ইসরায়েলের প্রতি সম্প্রসারণ বন্ধেরও আহ্বান জানানো হয়।

ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই প্রস্তাব সমর্থন করে এবং ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলিতভাবে কাজ করতে আগ্রহী।

সূত্র : মিডল ইস্ট মনিটর

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ