রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

সিলেটের বিস্ফোরণে আহতরা যা বললেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sylhet_jongiসিলেটের আতিয়া মহলে এখনো অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে ভেতরে জঙ্গিরা সুইসাইডাল ভেস্ট পরে আছে। যে কোনো মুহূর্তে  তারা  বিষ্ফোরণ ঘটাতে পারে।

এদিকে অভিযানের ভেতরেই শনিবারে বোমা বিস্ফোরণ ঘটে আতিয়া মহলের পাশে। যাতে নিহত হয় ৬ জন এবং আহত হন ৪০ জনেরও বেশি মানুষ। আহত ২৬ জন এখনো ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১৭ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

আহতরা অনেকেই গণমাধ্যমের সঙ্গে আলাপ করেছেন চোখে দেখা অভিজ্ঞতা নিয়ে।

র‌্যাব কর্মকর্তা আবুল কালাম আজাদকে রাতেই সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণে অনেকেই গুরুতর আহত হয়েছেন। বিছানায় শুয়ে তারা জানান সেই ভয়াবহ স্মৃতি।

হাসপাতালের বেডে শুয়ে থাকা দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশিদ বলেন, ‘প্রথম দফা বিস্ফোরণের খবর পেয়ে সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। রাস্তার উপর একটি পলিথিনের পোটলা পড়ে থাকতে দেখি। একটি কাঠি দিয়ে সেটার ভেতরে কী আছে তা দেখার চেষ্টা করছিলাম। এসময় বিস্ফোরণ ঘটে। দুই সহকর্মী নিহত হন। আমার ডান পায়ে স্প্লিন্টার বিঁধে। ’

আহত নাজিম আহমেদ বলেন, ‘একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করি আমি। সেলসম্যানরা যেসব দোকানে পণ্য দিয়ে যায়, সেগুলো থেকে টাকা সংগ্রহ করি আমি। আতিয়া মহলে অভিযান শেষ হয়ে গেছে, এমনটা শুনে আমি শিববাড়ি এলাকার দোকানে টাকা সংগ্রহ করতে যাই। কয়েকজনের সাথে কথা বলছিলাম। এমন সময় গোটাটিকর দাখিল মাদরাসার সামনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, আমি পাশের ধানক্ষেতে গিয়ে পড়ি। পরে আমাকে হাসপাতালে আনা হয়। আমার পায়ে মারাত্মক জখম হয়েছে। ’

ঘটনাস্থলে উৎসাহী হয়ে গিয়ে আহত হওয়া মোশতাক আহমদ বলেন, ‘অভিযান দেখতে উৎসুক হয়ে গিয়েছিলাম আমি। সন্ধ্যার পর অন্যদের সাথে ফিরছিলাম, এমন সময় বিস্ফোরণ ঘটে। এরপর আর কিছু মনে নেই। পরে নিজেকে হাসপাতালে দেখতে পাই। ’

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ