রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

শিববাড়িতে গ্যাস-বিদ্যুৎ নেই, ছাড়ছেন এলাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shibbariসিলেট: গ্যাস নেই তিন দিন। ছিল না বিদ্যুৎও। এ ছাড়া ১৪৪ ধারা জারি থাকায় ঘর থেকে বের হতে পারছেন না কেউ। সঙ্গে যোগ হয়েছে বিস্ফোরণ আতঙ্ক। তিন দিন ধরে এভাবে চলছে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার মানুষের জীবন।

গত ২৩ মার্চ থেকে শিববাড়িতে ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহল ঘিরে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর শুক্রবার থেকে সেখানে অভিযান শুরু হয়।

অভিযানকে ঘিরে তিন দিন ধরে ওই এলাকার গ্যাস-বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে সেখানকার মানুষের রান্নাবান্না, খাওয়া-দাওয়ার কষ্ট হচ্ছে। এমনকি ওই এলাকায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতেও পারছেন না বাসিন্দারা। সঙ্গে চলছে থেমে থেমে গোলাগুলি আর বিস্ফোরণ। তাই বেশিরভাগ বাসিন্দা এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেছেন।

স্থানীয় রাজলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইলী বেগম পরিবার-পরিজন নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন।

জানতে চাইলে তিনি বলেন, এখানে বর্তমানে বসবাসের জন্য তিনি নিরাপদ মনে করছেন না। এ কারণে তাঁরা চলে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া (৩০) জানান, তিন দিন ধরে গ্যাস নেই। আজ বিদ্যুৎ এসেছে। দুদিন ছিল না। খাবারের জন্য কিছু জোগাড় করা হয়েছে, কিন্তু লাকড়ি নেই।

রাজা মিয়া (৫৬) নামের আরেকজন জানান, তাঁর পরিবারে ১০ সদস্য। ১৪৪ ধারা জারি থাকায় তাঁরা বাজারে যেতে পারছেন না। আধা বেলা খেয়ে দিন কাটাতে হচ্ছে। বর্তমানে গুলি ও বিস্ফোরণের শব্দ শুনেই দিন কাটছে তাঁদের।

দুলাল মিয়া জানান, নিষেধাজ্ঞার কারণে বাড়ি থেকে বের হতে পারছেন না। আর আতিয়া মহলের বাইরে বিস্ফোরণের ঘটনায় এলাকার লোকজন আতঙ্কিত।

এ মুহূর্তে সেনাবাহিনী অপারেশন টোয়াইলাইট পরিচালনা করছে। গতকাল দুই জঙ্গি নিহত হয় বলে জানানো হয়েছে। এর আগে আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণে দুজন পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হন। -এনটিভি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ