আওয়ার ইসলাম : হিন্দুদের হোলি উৎসবে মুসলিম নারীদের চেহারায় জোর করে রঙ মাখিয়ে দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
আজ এক বিবৃতিতে তিনি বলেছেন হোলি উৎসব হিন্দু ধর্মালম্বীদের নিজস্ব ধর্মীয় উৎসব। এ উৎসবে রাস্তা ঘাটে মুসলিম নারী পুরুষসহ হিজাবদারী নারীদের জোর করে রঙ মাখানো হযেছে। এটা ধর্মীয় উৎসবের নামে ধর্মীয় সন্ত্রাস।
মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুসলমানদের ধর্মীয় কোনো উৎসবে অন্য সম্প্রদায়কে শরীক করে না এবং করার কোনো বিধানও নেই। হোলি উৎসবের নামে যারা রঙ মাখিয়ে তাদের সাংস্কৃতির সাথে এদেশের মুসলিম তরুণ-তরুণীদেরকে বেলেল্লাপনা ও বেহায়াপনায় বাধ্য করে তারা এদেশকে হিন্দুয়ানী রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে।
৯৫ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশে তা কোনো ভাবেই সহ্য করা যায় না। যারা জোর করে মুসলিম নারীদের রঙ মাখিয়েছে তাদের সনাক্ত করে উপযুক্ত শাস্তি দিতে হবে। যাতে করে এধরণের অরুচিপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করার সাহস না পায়।
তিনি আরো বলেন, বিভিন্ন ধর্মের মানুষের বসবাসের এদেশে সার্বজনীন কোনো ধর্মীয় উৎসব বা ধর্মীয় সংস্কৃতি হতে পারে না। এরপরও সার্বজনীন নামে যারা বিভিন্ন ধর্মীয় উৎসব অথবা ধর্মীয় সাংস্কৃতিতে জোর করে অন্য ধর্মের লোকদের সম্পৃক্ত করার অপচেষ্টা করে অথবা বাধ্য করে তাদের প্রতিহত করতে হবে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে।
তিনি বলেন, কোনো মুসলমানের জন্য জায়েজ নেই অন্য ধর্মের উৎসবে নিজেদেরকে শরীক করা এবং তাদের রঙে নিজেদের রাঙানো। ইসলাম এসেছে এসকল ভিন্ন ধর্মের সাংস্কৃতি কুসংস্কারকে পরিত্যাগ করার জন্য। তাই হোলি উৎসবের সংস্কৃতির অপচর্চা এবং মঙ্গল শোভযাত্রার নামে মূর্তির শোভাযাত্রা প্রতিহত করতে মুসলমানদেরকে দূর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।
-এআরকে