ইমতিয়াজ বিন মাহতাব
ভারতের গুজরাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এক মুসলিম নারীকে স্কার্ফ খুলতে বাধ্য করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নোরেন্দ্র মোদি।
মুম্বাই থেকে প্রকাশিত দৈনিক উর্দু টাইমস জানাচ্ছে গত ০৮ মার্চ ভারতের গুজরাটের গান্ধিনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক নারী সম্মেলনের আয়োজন করা হয়। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নির্বাচিত নারীদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কেরালা থেকে আগত প্রতিনিধিদলের সদস্য শহরবান সাঈদ সালাভীকে প্রথমে তার স্কার্ফ খুলে ফেলতে বলা হয়। তিনি স্কার্ফ খুলতে অস্বীকার করায় নিরাপত্তাকর্মীরা জোরপূর্বক তার স্কার্ফ খুলে ফেলে।
কেরালা উইমেন কমিশনের সদস্য নুর বানাল রাশেদ জানান, শহরবান পঞ্চায়েত প্রধান। পল্লীতে ২০ বছর যাবত বিশেষ অবদানের জন্য তাকে সম্মাননা প্রদানের জন্য ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। নিরাপত্তাকর্মীরা তার স্কার্ফ জোরপূর্বক খুলে ফেলেছে।
আন্তর্জাতিক নারী দিবসে একজন মুসলিম নারীকে সম্মাননা প্রদানের জন্য আমন্ত্রণ জানিয়ে এভাবে অসম্মানিত করায় সর্বত্র নিন্দার ঝড় বইছে।
-এআরকে