আওয়ার ইসলাম : ল্যাটিন আমেরিকার দেশ গুয়াতেমালায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ কন্যা শিশু প্রাণহানি হয়েছে। গুয়াতেমালা সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
গত বুধবার রাজধানী গুয়াতেমালা সিটির নিকটবর্তী সান জোসে পিনুলায় একটি সরকারি শিশু আশ্রমে অগ্নিকাণ্ডে এ দুর্ঘটনা ঘটে। শিশু আশ্রমে শুধু কন্যা শিশুদের রাখা হতো।
পুলিশ জানিয়েছে, আশ্রমের আবাসিক সদস্যদের মাঝে দ্বন্ধের পর কোনো একজন বিছানা ও আসবাবে আগুন লাগিয়ে দেয়।
পুলিশ আরও জানায়, ধারণ ক্ষমতার অধিক শিশু রাখায় ভীড়ে প্রাণহানি বেশি ঘটেছে।
দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালস রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বলেছেন, ‘এ ঘটনা দেশ ও বিশ্ববাসীর জন্য লজ্জাজনক।
সূত্র : আল জাজিরা
-এআরকে