আওয়ার ইসলাম: রাজধানীর বাড্ডায় পক্ষকালব্যাপী কিতাবমেলায় নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক সম্মানা অনুষ্ঠিত হয়েছে। প্রকাশনা সংস্থা মাকতাবাতুল আযহারের উদ্যোগে বরেণ্য ৭ লেখককে বিভিন্ন অবদানের জন্য সম্মাননা দেয়া হয়েছে অনুষ্ঠানে।
মাকতাবাতুল আযহার আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন- মাওলানা আবদুল গাফফার, মাওলানা জাফর আহমদ, মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া মাওলানা ড. মুশতাক আহমদ, ইয়াহইয়া ইউসুফ নদভী ও আবদুল্লাহ আল ফারুক।
এছাড়াও মেলায় ১২ টি বইয়ের মোড়ক উন্মোচন করেছে। এগুলো হলো- ইয়াহইয়া ইউসুফ নদভীর ‘গল্পে আঁকা ইতিহাস’ ও ‘আবু গারিবের বন্দি’ সাংবাদিক শরীফ মুহাম্মদের ‘সুপ্রভাত মাদরাসা’ ও ‘লেখালেখি’ মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়ার ‘রচনা-সম্ভার’ যুগান্তরের কলামিস্ট মুফতী মুতিউর রহমানের ‘এ যুগের মাসায়িল’ আলোকিত বাংলাদেশের সহ সম্পাদক আলী হাসান তৈয়বের ‘আলোর জীবন ফুলেল ভুবন’ সালাহউদ্দীন জাহাঙ্গীরের ‘বাংলার বরেণ্য আলেম’ ও আবদুল্লাহ আল ফারুকের ‘ইতিহাসের মৃত্যুঞ্জয়ী মহাবীর টিপু সুলতান’ ও ‘খোলা চিঠি’।
মাওলা্না আবদুল্লাহ আল ফারুক ও গাজী মুহাম্মদ সানাউল্লাহ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত হাফেজ্জী হুযূর রহ.-এর সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা মসজিদের খতীব মাওলানা ইউসুফ আবদুল মজিদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শরীফ মুহাম্মদ, মুহাম্মদ যাইনুল আবিদীন, মুফতি এনায়েতুল্লাহ, জহির উদ্দীন বাবর, মাসউদুল কাদির, হুমায়ুন আ্ইয়ুব, সৈয়দ শামসুল হুদা, আলী হাসান তৈয়ব, জিয়াউল আশরাফ, রায়হান মুহাম্মদ ইবরাহীম, আবদুস সাত্তার আইনী প্রমুখ।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাকতাবাতুল আযহার সবসময় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবারে এক লক্ষ টাকা মূল্যমানের প্রথমবারের মত বিশেষ সম্মাননা পদক পেয়েছেন দৈনিক যুগান্তরের নিয়মিত কলামিস্ট ও শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী মুতীউর রাহমান।
লেখক সম্মাননা অনুষ্ঠানটি মধ্যবাড্ডার আদর্শনগরে বিকেল ৩ টায় শুরু হয। কিতাব মেলা চলবে ৫ মার্চ পর্যন্ত চলবে।
আরআর
আরো পড়ুন: পুরস্কার পাচ্ছেন বরেণ্য ৭ লেখক