শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

আরবের মতো আমাদের মেয়েদেরও নিজের দেহ ঢেকে রাখা উচিৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mohadebiভারতে মহিলাদের উপর দিনের পর দিন যৌন নিপীড়ন বেড়ে যাওয়ার ঘটনায় চিন্তিত জগদগুরু মাতা মহাদেবী মন্ত্যব্য করেন যে, মেয়েদের উত্তেজক পোশাক পরা উচিৎ নয় এবং তাদের বেশী রাত পর্যন্ত বাইরে থাকাও সমীচীন নয়।

তিনি বলেন, “আরব দেশের মহিলাদের মতো আমাদের দেশের মেয়েদের ক্ষেত্রেও আরবের পোশাক প্রযোজ্য হওয়া উচিত।”

মহাদেবী মহিলাদের উপর যৌন নিপীড়ন দিনের পর দিন বেড়ে যাওয়ায় চিন্তা প্রকাশ করে বলেন, মেয়েরা অনেক রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করার কারণেই এধরনের ঘটনা বেশী ঘটছে। এই ঘটনার জন্য বিশেষ করে তাদের উত্তেজক পোশাককেই দায়ী করেন তিনি।

মাতা মহাদেবী ভারতীয় মেয়েদের পশ্চিমা পোশাক ত্যাগ করে, নিজ সংস্কৃতি এবং সভ্যতা অনুযায়ী পোশাক পরার অনুরোধ করেন। তিনি বলেন, সমাজে এই ধরণের কার্যকলাপ বেড়ে যাওয়ার পিছনে মেয়েরাও কিছুটা হলে দায়ী।

ব্যাঙ্গালোরে নতুন বছরের প্রাক্কালে ঘটিত নারী হেনস্থার ব্যাপারে আলোচনায় তিনি বলেন, “নতুন বছরে আনন্দ – উল্লাস করতে গিয়ে মেয়েদের উত্তেজক পোশাক পরা মোটেও উচিৎ না।” এই ধরণের আচরন পুরুষ সমাজকে উত্যক্ত করে বলেও তিনি মন্তুব্য করেন। তিনি আরো বলেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা থেকে বাঁচতে মেয়েদের নিজেকে ঢেকে রাখা উচিত এমনকি কলেজগুলিতেও মেয়েদের জন্য আরবের মেয়েদের মতো পোশাক চালু করা অত্যন্ত প্রয়োজনীয়।

উল্ল্যেখ্য যে, মাতা মহাদেবী কর্ণাটকের লিঙ্গায়ত সম্প্রদায়ের ধর্মগুরু। লিঙ্গায়ত কর্ণাটকের সবথেকে বড় জাতীয় সম্প্রদায় এবং মাতা মহাদেবী এই সম্প্রদায়ের সব থেকে বড় ‘জগদগুরু’। শুধু তাই নয় তিনি উত্তর কর্ণাটকে অবস্থিত ‘বাসব ধর্মস্থান’ – এর প্রধান অধ্যক্ষের দায়ীত্বেও রয়েছেন।

সূত্র: টিডিএনবাংলা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ