ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, যে কোন অনিয়ম দেখলে তা জানিয়ে নাগরিকদের সাথে সাথে এসএমএস করার আহ্বান জানিয়েছেন ।
তিনি বলেন, অমুক আইসা টাকা চাইছে, অমুক জোর করে এটা করতেছে। এসব জানিয়ে একটা এসএমএস করবেন, দেখবেন পরের দিন সকালেই ইনশাল্লাহ কাজ শুরু হয়ে যাবে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গুলশান-১ নম্বরে ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের জন্য অস্থায়ীভাবে নির্মিত শেডের উদ্বোধনকালে মেয়র এ আহ্বান জানান। এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সেখানে দোকান বরাদ্দ দেওয়া হয়।
আনিসুল হক এসময় আরও বলেন, কেউ যদি আইনের বাইরে গিয়ে কিছু করে, আপনাদের বহু লোকের কাছে আমার ফোন নম্বর আছে, সবার ফোন নম্বর আছে। একটা এসএমএস করবেন এর বেশি কিছু নয়। নিজের মোবাইল নম্বর ছাড়াও সংশ্লিষ্টদেরও এসএমএস করার কথা বলেন মেয়র।
তিনি বলেন, কোনো অনিয়ম হতে দেবে না সিটি করপোরেশন। কোনো পলিটিকস হতে দেবে না সিটি করপোরেশন। আমরা কারও শত্রু না। আমরা সবার বন্ধু হয়ে কাজ করতে চাই।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সিটি করপোরেশনে আসার আহ্বান জানিয়েছেন।
আরআর