আওয়ার ইসলাম: আট দিনের সফরে বাংলাদেশে আসছেন উপমহাদেশের শ্রেষ্ঠ দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী।
আগামীকাল শনিবার তিনি বাংলাদেশে আসবেন। ঢাকা চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলায় দীনি সফর শেষে ফিরবেন ১৮ ফেব্রুয়ারি।
জানা যায়, শনিবার সকাল ৯টায় ঢাকার খিলখেতের একটি মাদরাসা উদ্বোধনের মাধ্যমে তার কার্যক্রম শুরু হবে। একই দিন দুপুরে মাদারীপুরের একটি একটি মাদরাসায় বয়ান পেশ করবেন।
আল্লামা আবুল কাসেম নোমানীর এস্তেকবালে থাকবেন উত্তরার ৭ নং সেক্টর জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন কাসেমী।
তার আগমনের উপলক্ষ সম্পর্কে আওয়ার ইসলামকে বলেন, উপমহাদেশে দীনের দুর্গ কায়েমে অনন্য অবদার রেখেছে দারুল উলুম দেওবন্দ। পাশাপাশি সাধারণ মানুষকে দীন শিক্ষা দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটির আলেমগণ। ভারতের স্বাধীনতা আন্দোলনও সূচনা হয় এ মাদরাসার মাধ্যমে। এসব মানুষের কাছে তুলে ধরা এবং মানুষকে দীনের প্রতি উদ্বুদ্ধ করাই তার সফরের লক্ষ্য।
পূর্ণাঙ্গ সফরসূচি
আরআর