আওয়ার ইসলাম : আফগানিস্তানের রাজধানী কাবুলের সুপ্রিম কোর্টের বাইরে সন্ত্রাসী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। বোরকা পরা এক ব্যক্তি বিস্ফোরক নিয়ে আত্মঘাতী এ হামলা চালায়।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নজিবুল্লাহ দানিশ জানান, হামলাকারী পায়ে হেঁটে আসে এবং আদালতের কর্মকর্তা-কর্মচারিদেরকে লক্ষ্য করে হামলা চালায়। আদালত ভবনে ঢোকার প্রধান গেইটের কয়েক মিটার আগে ওই হামলাকারী বিস্ফোরণ ঘটায়। নজিবুল্লাহ জানান, আদালতের কর্মকর্তা-কর্মচারিরা যখন একটি বাসে উঠছিলেন তখন সেখানে হামলা চালানো হয়।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
কোনা ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করে নি তবে এ ধরনের হামলার জন্য আফগান কর্মকর্তারা সাধারণত তালেবানকে দায়ী করে থাকেন।
সূত্র : পার্সটুডে
-এআরকে