
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলের নামে প্রতিষ্ঠিত 'আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের' উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'দেশের চলমান সঙ্কটের সমাধান বিএনপি আলাপ-আলোচনার মাধ্যমেই সমাধান করতে চায়। এ ক্ষেত্রে যদি সরকার আমাদের দাবি কর্ণপাত না করে তাদের পছন্দমতো নির্বাচন কমিশন গঠন করে তাহলে রাজপথের আন্দোলনকে বেছে নেয়া ছাড়া বিকল্পপথ থাকবে না।'
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
-এআরকে