
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শাহবাগে নগরবাসীর মাঝে শুভেচ্ছা কার্ড বিতরণ করতে এসে সাংবাদিক নির্যাতনের ব্যাপারে এ কথা জানান।
তিনি বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় অপরাধের মাত্রা অনুযায়ী দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনা যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তারা প্রতিবেদন দাখিল করেছে। সেটি পুলিশের কাছে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সেটি নিয়ে আলোচনা করা হবে। তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখব।
-এআরকে