টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং অফিসার তাজুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। এর আগে, এদিন সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে প্রায় এক লাখ ৯২ হাজার ভোট বেশি পেয়েছেন সোহেল হাজেরী। তিনি পেয়েছেন মোট এক লাখ ৯৩ হাজার ৫৪৭ ভোট।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী ইমরুল কায়েস (আম প্রতীক) পেয়েছেন এক হাজার ৬৯৬ ভোট। এছাড়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী আতাউর রহমান খান টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ১৩২০ ভোট।
আরআর