দলীয় বিবেচনায় এপিপি নিয়োগের অবসান চান প্রধান বিচারপতি
দলীয় বিবেচনায় এপিপি নিয়োগের অবসান চান প্রধান বিচারপতি
নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম : এখন দলীয় বিবেচনায় আইনজীবীরা সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) হন। জেলার মেধাবী ও যোগ্য আইনজীবীগণ এখন এপিপি হতে পারেন না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
তিনি আরও বলেন, ‘আগে প্রতিটি জেলায় প্রখ্যাত আইনজীবীরা ফৌজদারি মামলায় এপিপি হিসেবে নিয়োগ পেতেন। এখন এপিপি বলতে যেকোনো সরকারি দলের, যে-ই থাকে, তাদের একটি প্যানেল লিস্ট করা হয়। এর বাইরে নিয়োগ দেয়া হয় না।’
আজ শনিবার সকালে এক মতবিনিময় ও প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন।প্রধান বিচারপতি দলীয়করণের কুফল সম্পর্কে বলেন, ‘কাউকে খাটো করার জন্য বলছি না। এক পক্ষে প্রথিতযশা ও অভিজ্ঞরা থাকেন; অন্য পক্ষে মোটামুটি প্রখ্যাত না, অনভিজ্ঞরা থাকেন। এ ক্ষেত্রে খাপ খায় না। এর ফলে সরকারি তহবিল থেকে টাকা চলে যাচ্ছে, প্রকৃতপক্ষে দুস্থরা বিচার পাচ্ছে না।’
বিষয়টি বিষয়টি নিয়ে চিন্তিত বলে জানান। তিনি বলেন, আমি এর অবসান চাই।