আওয়ার ইসলাম: সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্ভাচেভ বলেছেন, আরেকটি যুদ্ধের জন্য তৈরি হচ্ছে বিশ্ব। তাই পারমাণবিক অস্ত্র, সামরিক রাজনীতিসহ নতুন অস্ত্রের প্রতিযোগিতা থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট শুক্রবার এ খবর জানিয়েছে।
৮৫ বছর বয়সী গর্ভাচেভ বলেন, ‘পারমাণবিক সমস্যা নিয়ে সারা বিশ্ব আজ উদ্বেলিত। মনে হচ্ছে নীতি-নির্ধারকরা দ্বিধাদ্বন্দ্বিত। এখন সামরিক রাজনীতি এবং নতুন অস্ত্রের প্রতিযোগিতার চেয়ে অন্য কোনো সমস্যাই গুরুত্বপূর্ণ নয়। বিধ্বংসী এই প্রতিযোগিতা থামানোর বিষয়টিকেই আমাদের সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।’
আরআর