
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করে দেন।
সুপ্রিমকোর্টের আইনজীবী শাহীন আরা লাইলি চ্যানেলগুলো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। রিটের উপর রুল জারি করে হাইকোর্ট। রুলে তিন টিভি চ্যানেল বন্ধের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল মোহাতার হোসেন সাজু এবং রিটকারির পক্ষে এডভোকেট এখলাস উদ্দিন ভুইয়া এবং তিন টিভি চ্যানেলের পক্ষে আবদুল মতিন খসরু শুনানি করেন।
-এআরকে