আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ‘সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে মূর্তি স্থাপন, শিক্ষা সিলেবাস ও অপসংস্কৃতি শীর্ষক’ গোলটেবিল বৈঠক মঙ্গলবার দুপুর ১টায় পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন মুহতারাম আমীরে মজলিস প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান।
গোলটেবিল বৈঠকে দাওয়াত দেয়া হয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ এর সিনিয়র সহ সভাপতি, জামিআ শরইয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী, আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মুফতি ওয়াক্কাস, মহাসচিব মাওলানা নূর হোইন কাসেমী, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ, আর্ন্তজাতিক খতমে নবুয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম, কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মাওলানা ঈসা শাহেদী, খেলাফতে ইসলামীর সভাপতি মাওলানা আবুল হাসানাত আমিনী, নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রশীদ মজুমদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, মুসলিম লীগের মহাসচিব এডভোকেট কাজী আবুল খায়ের, জামিআ মুহাম্মদিয়ার মুহতামিম মাওলানা আবুল কালাম, জামিআ রাহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতী মাওলানা হিফজুর রহমান, দারুস সালাম মিরপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ূম, জামেউল উলুম মিরপুর ১৪ নাম্বার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল বাশার, দৈনিক নয়াদিগন্তের সহকারী সম্পাদক মাওলানা লিয়াকত আলী ও দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।
এআর