আওয়ার ইসলাম : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে সার্চ কমিটি ঘোষণা করবেন রাষ্ট্রপতি। এই সার্চ কমিটি নির্বাচন কমিশনের জন্য ১০ জনের নাম সুপারিশ করবে। ওই সুপারিশ থেকে পাঁচজনের নাম চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি।
সমকালের খবরে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। নতুন কমিশন শপথ গ্রহণ করবে ৯ ফেব্রুয়ারি। এই স্বল্প সময়ের মধ্যে আইন প্রণয়নের মাধ্যমে নতুন ইসি গঠনের সম্ভাবনা খুব কম। তা ছাড়া আগামী ২২ জানুয়ারি দশম জাতীয় সংসদের অধিবেশন ডাকায় অধ্যাদেশ জারির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের সুযোগ নেই।
বঙ্গভবনের সঙ্গে সম্পর্কিত দু'জন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার সমকালকে জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অবস্থায় সার্চ কমিটির গঠনের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য আগামী বৃহস্পতিবারের মধ্যে সার্চ কমিটি নিয়োগের গেজেট প্রকাশ করা হবে।
বর্তমান কমিশন গঠনের আগে চার সদস্যের সার্চ কমিটি গঠন করা হলেও এবার তার সদস্য সংখ্যা কত হবে, সেটা এখনও নির্ধারণ করা হয়নি। তবে এ সংখ্যা তিন, চার অথবা পাঁচজনের মধ্যে সীমিত থাকবে। এই সার্চ কমিটি ১০ জনের নাম সুপারিশ আকারে রাষ্ট্রপতিকে দেবে। সেখান থেকে পাঁচজনের নাম চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
-এআরকে