শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

ছাত্র মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে সর্বস্তরে ইসলামি শিক্ষার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mojlish3আওয়ার ইসলাম: একটি জাতির মূল ভীত ও ভবিষ্যত রচিত হয় শিক্ষা ব্যবস্থার উপর। শিক্ষা ব্যবস্থাকে ধর্মহীন রেখে জাতির কল্যাণ সম্ভব নয়। তাই ধর্মহীন শিক্ষানীতি পরিবর্তন করে পূর্ণাঙ্গ রূপে ইসলামি আদর্শের আলোকে ঢেলে সাজাতে হবে। আংশিক কিছু পরিবর্তনে নাস্তিক্যবাদীদের গাত্রদাহ শুরু হয়েছে, ৯০ ভাগ মুসলমানের দেশে মুরতাদদের অবাঞ্চিত ঘোষণা করার জন্য ১৬ কোটি মুসলমান প্রস্তুত রয়েছে। তাই আংশিক পরিবর্তন নয় পাঠ্যসূচিকে পূর্ণাঙ্গ পরিবর্তন করে ইসলামি আদর্শের আলোকে ঢেলে সাজাতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর ও জেলা শাখা যৌথ উদ্যোগে নগরীর রেজিষ্টারী মাঠে আয়োজিত ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীরে মজলিস প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান আলোচকের বক্তব্যে ছাত্র মজলিস সেক্রেটারী জেনারেল মুহাম্মদ রহমত আলী বলেন, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ার জন্য ছাত্র মজলিস কর্মীদের এগিয়ে আসতে হবে। ছাত্র মজলিস প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র সমাজের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। ছাত্র মজলিসের আদর্শ প্রচারে যোগ চাহিদার চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।

ছাত্র মজলিসের মহানগর সভাপতি তারিক বিন হাবিবের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী সাদিক সালীম, পূর্ব জেলা সেক্রেটারী আশিকুর রহমান ও পশ্চিম জেলা সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা হারুনুর রশিদ ভূইয়া, সাবেক সেক্রেটারী জেনারেল এস.এম.আল জুবায়ের, সাবেক কেন্দ্রীয় নেতা মুফতি ফারুক আহমদ নোমানী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা ছামিউর রহমান মুসা, মাওলানা আব্দুল আহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েস আহমদ, জেলা বায়তুল মাল সম্পাদক জুনাইদ আহমদ। সাবেক ছাত্র নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আরিফুল হক ইদ্রিস, হাফিজ জয়নুল ইসলাম, মাওলানা মুশফিকুর রহমান মামুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সভাপতি আল মাহমুদ আতিক, মৌলভীবাজার জেলা সভাপতি সালাহ উদ্দিন সাকি, হবিগঞ্জ জেলা সভাপতি হাবিবুর রহমান জালাল, মহানগর প্রশিক্ষণ সম্পাদক রশিদ মোস্তাক, পূর্ব জেলা প্রশিক্ষণ সম্পাদক নোমান আহমদ, পশ্চিম জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জামেয়া শাখা সভাপতি জামাল আহমদ, সেক্রেটারী একরামুল হক জুনাইদ।

আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর বিন হারুন, হামিদুর রহমান শরীফ, মইন উদ্দিন, আহবাবুর রহমান, মাহবুবুর রহমান, আব্দুল মুহাইমিন সুন্নাহ, ইব্রাহীম খলিল, মনসুর আহমদ, আহসান সাদী, আইনুল ইসলাম, কাওসার আহমদ, ময়নুল বিন জামান।

শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন ময়নুল বিন জামান, দলীয় সঙ্গীত পরিবেশন করেন জামেয়া মাদানীয়ার শিল্পীগোষ্ঠী। পূর্ব জেলা সভাপতি সৈয়দ ফেদাউল হকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে ছাত্র মজলিসের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ