মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

নির্বাচন কমিশন গঠনে জমিয়তের দুই প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jomiyotআওয়ার ইসলাম : একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছে জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ইসি গঠন নিয়ে সংলাপে এ প্রস্তাব দেয় দলটি।

সংলাপ শেষে দলটির নির্বাহী সভাপতি মুফতি ওয়াক্কাস বলেন, আমাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে কিছু প্রস্তাব তুলে ধরা হয়েছে। আমরা মূলত দুটি প্রস্তাবের উপর গুরুত্ব দিয়েছি।

দলটির প্রস্তাবনায় বলা হয়, অবসরপ্রাপ্ত কোনো প্রধান বিচারপতিকে সিইসি হিসেবে নিয়োগ দেয়া। আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন অবসরপ্রাপ্ত সচিব (মন্ত্রিপরিষদ বা মুখ্য সচিব নয়), একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা (যার পদমযাদা ব্রিগেডিয়ার জেনারেলের নিচে নয়)।

jomiyot-2

প্রস্তাবনায় আরও বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার বৃন্দের ব্যাপারে যেন কোনো সরকারের আমলেই জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ না থাকে। তাদের কারও বিরুদ্ধে যেন কোনো দলের সঙ্গে সক্রিয় রাজনীতির অভিযোগ না থাকে।

রাষ্ট্রপতির সাথে সংলাপে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি মুফতী মোহাম্মদ ওয়াক্কাসের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যন্য সদস্যরা হলেন দলের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমি, সহ সভাপতি আল্লামা তাফাজ্জুল হক্ব হবিগঞ্জী, জহিরুল হক্ব ভূইয়া, মাওলানা আব্দুর রব ইউসুফি, মাওলানা জোনায়েদ আল হাবিব, যুগ্ন মহাসচিব মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ