সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

ইসিতে একজন আলেমকে অন্তর্ভূক্ত করার প্রস্তাব বাংলাদেশ খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khelafat14আওয়ার ইসলাম: নতুন ইসি গঠনে ধারাবাহিক সংলাপে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে আজ বাংলাদেশ খেলাফত মজলিসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইসির সার্চ কমিটিতে একজন আলেমকে অন্তর্ভূক্তকরাসহ পাঁচদফা প্রস্তাব দিয়েছে দলটি।

সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ খেলাফত মজলিশের আমির প্রিন্সিপাল হাবীবুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যান।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রস্তবগুলো হলো, ১. একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে একটি সুস্পষ্ট বিধিমালা ও আইন প্রণয়ন করা।

২. নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার লক্ষ্যে পৃথক সচিবালয় তৈরি করা।

৩. সকল নিবন্ধিত দলের প্রস্তাবনা বিশ্লেষণ করে অধিকাংশ দলের ঐক্যমতের ভিত্তিতে ইসি পুনর্গঠন করা। অন্যথায় রাষ্ট্রপতির সংলাপ অর্থবহ হবে না।

৪. সর্বজন শ্রদ্ধেয় এবং কর্মক্ষম যিনি বিতর্কিত নন এমন একজন সাবেক প্রধান বিচারপতি অথবা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক কোনো বিচারপতিকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া।

৫. সর্বজন শ্রদ্ধেয় ও গ্রহণযোগ্য সৎ নিষ্ঠাবান নিরপেক্ষ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সার্চ কমিটি গঠন করা। সার্চ কমিটিতে একজন যোগ্য ও বিশিষ্ট আলেমকে সদস্য রাখা।

আলোচনায় প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী, নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা বদিউজ্জামান, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক।

গত ১২ ডিসেম্বর বিএনপিসহ ৫টি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে আলোচনার জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই সংলাপ শুরু হয় ১৮ ডিসেম্বর রবিবার। এর আগে গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ আলোচনা শুরু হয়। রাষ্ট্রপতি এ পর্যন্ত ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক করেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ