আওয়ার ইসলাম : ইতালিয়ান ক্যাথলিক চার্চের আর্চবিশপ মনসিগনর কার্ল লিবার্টি এক ঘোষণায় ভবিষ্যতবাণী করে বলেছেন, ইউরোপ অচিরেই মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত হবে।
তিনি বলেন, মুসলিম অভিবাসীদের ক্রমাগমন, ধর্মান্তর ও ইউরোপীয়দের মাঝে নাস্তিক্যবাদের প্রসারের কারণে ইউরোপ অদূর ভবিষ্যতে মুসলিম প্রধান মহাদেশে পরিণত হবে।
তিনি বলেন, আমাদের নির্বুদ্ধিতার জন্য আগামী ১০ বছরের মধ্যে আমরা সবাই মুসলিম হয়ে যাবো। কারণ, ইতালি ও ই্উরোপ পৌত্তলিকতা ও নাস্তিক্যের দিকেই হাটছে। তারা এমন সব আইন করছে যা খোদা্দ্রহিতার শামিল।তারা আজ পৌত্তলিক ঐতিহ্যকে ধারণ ও লালন করছে।
সম্প্রতি ইতালি মুসলিম অভিবাসীদের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে। গত দুই বছরে সমুদ্রপথে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে প্রায় ৩৩০০০০ অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে। অভিবাসীদের স্রোতের উপর নির্ভর করে তিনি একথা বলেন।
এই শীর্ষ ক্যাথলিক নেতা আরও বলেন, ইতালির উচিৎ মুসলিমদের সহযোগিতা না করে ইতালির বেকার ও দরিদ্র জনগণকে প্রথমে সহযোগিতা করা।
সূত্র : ডেইলি পাকিস্তান
-এআরকে