আওয়ার ইসলাম: সিনেমা ও গানের কনসার্টকে বিপথগামিতা উল্লেখ করে একে অনুমোদন দেয়া থেকে বিরত থাকতে বলেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল আল-শেখ।
তিনি বলেন, গান ও সিনেমা মানুষকে কলুষিত করে। অশ্লীনতা ও খোলামেলা সস্পর্কের দিকে নিয়ে যায়। তাই এসব থেকে বিরত থাকা উচিত আমাদের। খবর ডনের
সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে তিনি এসব বলেন। সিনেমা ও কনসার্ট তরুণ তরুণীদের উন্মুক্ত পাপের পথকে খুলে দেয়ার প্রাথমিক উপকরণ বলেও তিনি মন্তব্য করেন এবং এর থেকে বিরত থাকতে অনুরোধ জানান।
সৌদি আরবে সিনেমা এবং কনসার্ট নিষিদ্ধ। তবে দেশটির ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ ‘ভিশন ২০৩০’ পরিকল্পনা হাতে নিয়ে দেশের সাংস্কৃতিক অবস্থা পাল্টানোর ঘোষণা দেন।
চলতি বছরেই সৌদি আরবে সিনেমা ও প্রকাশ্যে কনসার্ট চালুর সম্ভাবনা রয়েছে এমন ঘোষণা দিয়ে গত সপ্তাহে বিতর্ক সৃষ্টি করেছেন দেশটির বিনোদন কর্তৃপক্ষের প্রধান অমর আল-মাদানি।
গ্র্যান্ড মুফতি আল-শেখের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী সাপ্তাহিক একটি টেলিভিশন অনুষ্ঠানে মুফতি বলেছেন, আমার বিশ্বাস বিনোদন কর্তৃপক্ষের যারা দায়িত্বে রয়েছেন তাদের খারাপ দিকে যাওয়ার নির্দেশ দেয়া হয়নি। তাদের ভালোর দিকে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
আরআর