আওয়ার ইসলাম : বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দেশের জনগণ নানা যন্ত্রণায় ছটফট করছে। তবুও আমাদের দেখলে তারা টিটকারি মারে। তারা মনে করে, আমাদের যা করা উচিত তা আমরা করছি না বা করতে পারছি না। দেশের জনগণ চায়, আমরা কিছু একটা করি। ’
গতকাল শনিবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তি দাবিতে আয়োজিত সুধীসমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘জনগণের ইচ্ছা ও সমর্থন থাকলেও আমাদের নেতাদের সরকার পতনের আন্দোলনে রাজপথে নামার সাহস নেই। জনগণের প্রয়োজনে যদি আমরা এই সরকারকে বিতাড়িত করতে চাই, সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমরা কী করছি বা করতে পারব, এই ভেবে জনগণ মাঝে মাঝ হতাশ হয়ে পড়ে। ’
‘জননেতা আসলাম চৌধুরী মুক্তি পরিষদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে। পরিষদের সভাপতি জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।
-এআরকে