আওয়ার ইসলাম: র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের ঘৃণা প্রদর্শন করতে হবে। কুরআন-হাদিসের অপব্যাখ্যা দিয়ে তরুণ সমাজকে বিপথগামী করা হচ্ছে। তারা হত্যা, খুন, রক্তপাত ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে শান্তির ধর্ম ইসলামকে কলুষিত করছে। মাদরাসা শিক্ষা কখনোই জঙ্গিবাদের সমার্থক নয়। মাদরাসার শিক্ষার্থীদের ২১ শতকের উপযোগী করে গড়ে তুলতে হবে। যাতে তারা সরকারি-বেসরকারি চাকরি পেতে পারে। শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যে নিজেকে নিয়োজিত করতে পারে। তারা উপযোগী না হলে কাজ পাবে না। ফলে তারা হতাশাগ্রস্ত হয়ে বিপথগামী হতে পারে।
গতকাল শনিবার দুপুরে গোপালগঞ্জ এস.কে সালেহিয়া কামিল মাদরাসার কম্পিউটার ল্যাবে ল্যাপটপ ও কম্পিউটার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক আরো বলেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এটি আমাদের উপলব্ধি করতে হবে। মাদরাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, এ লভেল, ও লেভেল স্তরের শিক্ষার্থীসহ সবাইকে এটি বুঝতে হবে। দেশীয়ভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।
মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জের পুলিশ সুপার এস.এম এমরান হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
পরে বেনজীর আহমেদ মাদরাসার অধ্যক্ষের হতে কম্পিটার ল্যাবের ৫টি কম্পিউটার, ৫টি ল্যাপটপ ও ১টি প্রিন্টার তুলে দেন।
আরআর