আওয়ার ইসলাম: নৌকায় ভাসছে সুউচ্চ এক বিল্ডিং। গঠন মসজিদ বা মাদরাসার। দূর থেকে দেখলে মনে হবে সমুদ্রে ভাসছে কোনো মাদরাসা বা মসজিদ।
আদতেই এটি একটি মাদরাসা। তবে দেখতে জাহাসে ভাসা মনে হলেও এটি ভাসছে না। বিল্ডিংটির নকশাই এমন। নিচে জাহাজ তার ওপর শুরু মাদরাসার মূল ভবন।
এটি মালয়েশিয়ার জাকার্তায় তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটি 'সাফিনাতুন নাজাত' নামে প্রসিদ্ধ। জাহাজের ডিজাইনের নির্মিত এই 'সাফিনাতুন নাজাত'-এর মধ্যে হুসাইনিয়া, মাদরাসা এবং মিলনায়তন রয়েছে।
জানা যায়, মাদরাসাটি পরিচালনা করেন আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীগণ। মাদরাসাটি সম্পর্কে এর বেশি কিছু জানা যায়নি।
আরআর