আওয়ার ইসলাম: ভূমিকম্পে কেঁপে উঠল সারাদেশ। ছড়িয়ে পড়ল আতঙ্ক। বেলা ৩টা ১০ মিনিটে উৎপত্তি হয় ভূমিকম্পের।
কম্পন বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। তবে এখনো ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং এর মাত্রা সর্ম্পকে জানা যায়নি।
তবে দেশের বিভিন্ন জায়গায় ভূতিকম্প আঘাত হেনেছে বলে জানা গেছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাসা শহরের ১৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এর গভীরতা ৩৬ দশমিক ১৫ কিলোমিটার।
পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, ‘আমি ভয় দেখানোর জন্যই (তাদের কাছে আজাবের) নিদর্শনগুলো পাঠাই। ’ সুরা বনি ইসরাইল : ৫৯। তিনি আরো বলেন, ‘বলে দাও, ‘আল্লাহ তোমাদের ওপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম।’ সুরা আনআম : ৬৫
হাদিস শরিফেও এ প্রসঙ্গটি আলোচিত হয়েছে। বুখারি শরিফে জাবির ইবনে আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ‘যখন তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম’ আয়াতটি নাজিল হলো, তখন রাসুল সা. বললেন, ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।’ (বুখারি) শায়খ ইস্পাহানি রহ. এই আয়াতের তাফসির করেছেন এভাবে : ‘এর ব্যাখ্যা হলো, ভূমিকম্প ও ভূমিধসের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরে ঢুকে যাওয়া (পৃথিবীতে ভূমিকম্প হওয়া)।’