আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র বহিষ্কৃত রাশিয়ার ৩৫ কূটনীতিক যুক্তরাষ্ট্র ছেড়েছেন। যুক্তরাষ্ট্রের রাশিয়ান দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।
দূতাবাস সূত্রে জানা যায়, বহিষ্কৃত রাশিয়ার ৩৫ কূটনীতিকে তাদের পরিবারসহ বিমান যোগে পাঠিয়ে দেয়া হয়েছে।
রাশিয়ান দূতাবাসের এক মূখপাত্র জানান, নতুন বছরের প্রথম দিন তারা রাশিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের বহিষ্কার করার ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন কূটনীতিকরা।
উল্লেখ্য, হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ‘হস্তক্ষেপের’ অভিযোগ নিয়ে তিক্ততার মধ্যে তাদের বহিষ্কারের নির্দেশ দেন বারাক ওবামা। মার্কিন পররাষ্ট্র দফতর রাশিয়ার ওয়াশিংটন দূতাবাস ও সান ফ্রান্সিসকো কনস্যুলেট কর্মরত ওই কূটনীতিকদের ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করার নির্দেশ দেন তিনি।
ডিএস