আওয়ার ইসলাম: ফরাসি ধনকুবেরের কাছে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করবে দেশটির পুলিশ।
সোমবার তাঁকে এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে বলে জানা গেছে। খবর এএফপির
এ ধরনের খবর দেশটির রাজনীতির অঙ্গনকে বেশ নাড়া দিয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলি ও বিদেশি ব্যবসায়ীরা নেতানিয়াহুকে হাজার হাজার ডলার মূল্যের উপহার দিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে, তা দীর্ঘদিন ধরে তদন্তাধীন।
জিজ্ঞাসাবাদের বিষয়ে পুলিশ ও নেতানিয়াহুর কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে সরকারি রেডিও স্টেশন জানায়, নেতানিয়াহু তাঁর বাড়িতে পুলিশের মুখোমুখি হতে রাজি হয়েছেন।
জানা যায়, ফরাসি ধনকুবের আরনাউদ মিমরানের কাছ থেকে নেতানিয়াহু অর্থ নিয়েছেন। কার্বন নিঃসরণের অনুমতি ও এর ওপর আসা করের বাণিজ্য বাবদ ২৮৩ মিলিয়ন ইউরো কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার দায়ে মিমরানের আট বছরের কারাদণ্ড হয়।
আরআর