আওয়ার ইসলাম: মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতন , হত্যা ও ধর্ষণের ফলে রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিম অভিবাসীদের জরুরি মানবিক সহায়তা হিসেবে ৩ লাখ পাউন্ড বরাদ্দ করেছে ইউরোপীয় কমিশন।
বাংলাদেশি অর্থে এর অঙ্কের পরিমাণ প্রায় ২ কোটি ৪৯ লাখ টাকা। ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশন্সের (ইসিএইচও) মাধ্যমে শর্তহীন এই সহায়তা প্রদান করবে ইইরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউর ঢাকাস্থ দূতাবাস থেকে পাঠানো একটি প্রেস রিলিজে এ আর্থিক সহায়তার বিষয়টি উল্লেখ করে বলা হয়, সম্প্রতি মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া সাড়ে সাত হাজার রোহিঙ্গাকে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। ইউরোপীয় কমিশনের বাংলাদেশস্থ মানবিক সহায়তা বিভাগের (ইসিএইচও) প্রধান রোমান মাচের বলেন,অধিকাংশ রোহিঙ্গা পরিবার মিয়ানমারের অত্যাচারে একেবারেই শূন্যহাতে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। জরুরি ভিত্তিতে তাদের মানবিক সহায়তা খুবই প্রয়োজন। ইউরোপীয় কমিশনের এই সহায়তা তাদের জরুরি চাহিদা পূরণ করতে না পারলেও মানসিক সমর্থন দেবে।
ইইউর পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খাদ্য ও পুষ্টিসহ সবচেয়ে জরুরি সহায়তাগুলো দেওয়ার জন্য এই অর্থ দেওয়া হয়েছে।
ডিএস