মুহাম্মদ জুবাইর, টেকনাফ: ২৭ ডিসেম্বর সেন্টমার্টিন সমুদ্র সাগরে মাছ ধরার ট্রলার ও জেলেদের লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনী গুলি করেছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে সেন্টমার্টিনদ্বীপের পূর্ব ও দক্ষিণ সাগরে এ ঘটনা ঘটে।
এতে ৪ জন মাঝিমাল্লা গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, কক্সবাজার মহেশখালীর ওসমান, নুনিয়ারছড়া এলাকার রফিকুল ইসলাম, নুর আহমদ, সাইফুল ইসলাম।
তাদের সেন্টমার্টিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ওসমান জানায় জেলেরা প্রতিদিনের মতো ১৪ জন মাঝিমাল্লাসহ কক্সবাজার নুনিয়ারছড়ার এলাকার রহিম সওদাগরের মালিকাধীন একটি ফিশিং ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। কিছু বুঝে উঠার আগেই বাংলাদেশ সীমানায় মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ তাদের পেছন থেকে ধাওয়া করে এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এসময় ৪ মাঝিমাল্লা গুরুতর আহত হয়।
কোস্টগার্ড সেন্টমার্টিন ষ্টেশনের পেটি অফিসার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের টেকনাফ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আরআর