আওয়ার ইসলাম: এবার রাশিয়ায় বোমা হামলার হুমকিতে মস্কোর তিনটি রেলস্টেশন খালি করে ফেলা হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীকে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুটনিক এ খবর জানিয়েছে।
সোমবার এ খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো মস্কোয়। লোকজন নিরাপদ আশ্রয়ে ছুটছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ফোন কলের মাধ্যমে বোমা হামলার হুমকি আসে। পরে প্রশাসন দ্রুত কাজাস্কি ও লিনানগাস্কি রেলস্টেশন থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়। এছাড়া যুলোভাস্কি রেলস্টেশন থেকে অন্তত সাড়ে সাতশ' মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
স্টেশন এলাকায় ছড়িয়ে পড়েছে পুলিশ। বিস্ফোরক বের করতে প্রশিক্ষিত কুকুর নিয়ে রেলস্টেশনগুলো তন্ন তন্ন করে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আরআর