[caption id="attachment_22106" align="alignleft" width="457"] ফাইল ছবি[/caption]
আওয়ার ইসলাম: ৯১ আরোহী নিয়ে রুশ সামরিক বিমান কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে। বিমানটি নতুন বছর উপলক্ষ্যে সিরিয়ায় যুদ্ধের জন্য যাচ্ছিল বলে জানা গেছে।
রোববার ইন্টারফেক্স সূত্রে বিবিসি ও রয়টার্স এই তথ্য জানিয়েছে।
অসমর্থিত সূত্রের বরাত দিয়ে ইন্টারফেক্স জানিয়েছে, একটি উদ্ধারকারী দল কৃষ্ণ সাগরের কাছে সোচি উপকূলে বিধ্বস্তের জায়গাটি দেখতে পেয়েছে।
সোচির রিসোর্টের আদলার বিমানবন্দর থেকে উড্ডয়নের ২০ মিনিট পরেই রাডার থেকে বিমানটি নিখোঁজ হয়ে যায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তু-১৫৪ বিমানটিতে কর্মকর্তা, অ্যালেক্সজান্ড্রোভের গায়কদল ও সাংবাদিকরা ছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি সিরিয়ার লাটাকিয়া প্রদেশে যাচ্ছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশিকোভ বলেছে, বিমানের যাত্রীরা নতুন বছর উপলক্ষে সিরিয়ায় অবস্থানরত রুশ সেনাদের জন্য পারফর্ম করতে সেখানে যাচ্ছিল।
আরআর
৯১ যাত্রী নিয়ে রাশিয়ার সামরিক বিমান উধাও