আওয়ার ইসলাম: শনিবার দিবাগত রাত ২ টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত দীর্ঘ এক পুলিশি অভিযানে
মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।
জানা যায়, এই অভিযানে পুলিশ ২ টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ৮৯ রাউন্ড পিস্তলের গুলি, ৩ রাউন্ড থ্রি নট রাইফেলর গুলি, ১টি পাইপ গান, ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ২ রাউন্ড কার্তুজের খোসা, ১টি খেলনা পিস্তল, ২টি চাইনজ কুড়াল, ৫টি ছোরা, ২টি ধারালো চাকুসহ ধারালো অস্ত্র ও ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
দুপুর ১ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ জাহেদুল আলম পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীররাতে হরগঙ্গা কলেজ ছাত্রাবাসে দ্বিতীয় তলার ২০৫ নং কক্ষে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এসময় জড়িত থাকার সন্দেহে বিভিন্ন কক্ষে থাকা ৬ জনকে আটক করা হয়। তিনি বলেন, এসব অস্ত্র সংরক্ষণের সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় আনা হবে। দেশের রাজনীতিতে বখাটে-পেটোয়া ছেলেপুলের মূল্যায়ণ শিক্ষাকেন্দ্রের মত পবিত্র স্থানকেও কলুষিত করছে এমন মন্তব্য এ ঘটনার প্রত্যক্ষদর্শী বিশিষ্টজনদের।
ডিএস