নিজস্ব প্রতিনিধি: মুসলিম গণহত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের আহবানে ১৮ডিসেম্বর মায়ানমার অভিমুখে লংমার্চে পুলিশি বাধার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের চট্টগ্রাম উত্তরজেলা শাখা।
আজ বাদ জুমা হাটহাজারী ডাকবাংলো চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সংগঠনের উত্তরজেলা সভাপতি মাওলানা আতিকুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
মিছিলটি হাটহাজারী কলেজ হয়ে বাসষ্ট্যান্ড, উপজেলা রোড, কাচারি রোড ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিন করে।
মিছিলপুর্ব সমাবেশে বক্তারা বলেন, মায়ানমারা মুসলিম গণহত্যার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে জাতিসংঘ ব্যার্থতা ও বিমাতার পরিচয় দিয়েছে। সেই সাথে মুসলিম বিশ্বের অভিভাবকের দায়িত্বে থাকা ওআইসি'ও রহস্যজনকভাবে বোবা দর্শকের ভুমিকা পালন করছে।
বক্তাগণ আরও বলেন, মুসলিম গণহত্যার প্রতিবাদে মানবতার কর্মসূচি লংমার্চে বাধা দিয়ে আওয়ামি সরকার প্রমাণ করেছে তারা ভারত উপমহাদেশ থেকে মুসলিমদের বিতাড়িত করে আর্য-ভারত প্রতিষ্টার এজেন্ডা হিসেবে কাজ করছে।
বক্তাগণ আন্তর্জাতিক আদালতে রায়ের মাধ্যমে তাদের নাগরিক, শিক্ষাসহ মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে জাতিসংঘের প্রতি জোর দাবি জানান।
বক্তাগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, টেকনাফে রোহিঙ্গা শরনার্থিদের প্রতি আগাধ ভালোবাসার তাগিদে দেশের আপামর জনতা ত্রাণ ও আর্থিক সহায়তায় এগিয়ে আসছে কিন্তু প্রশাসন তা নিঃস্বদের মাঝে বিতরণ করতে দিচ্ছে না। এই সুযোগে বিদেশি বিভিন্ন এনজিও ত্রাণের নামে মুসলমানদের ধর্মান্তরিত করার অভিযোগ আসছে।
বক্তাগণ লংমার্চ সফল করতে দলমত নির্বিশেষে ঈমানি চেতনায় চট্টলবাসিদের সতস্ফুর্ত অংশগ্রহনের আহবান জানান।
ইসলামি আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তরের সাধারণ সম্পাদক জননেতা সুলতানুল ইসলাম ভুইয়ার সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আইএবি উত্তরজেলা সাংগঠনিক সম্পাদক মতিউল্লাহ নূরী, ফটিকছড়ি সেক্রেটারি মাওলানা সালাহ উদ্দীন দৌলতপুরী, ইসলামী শ্রমিক আন্দোলন উত্তরজেলা সভাপতি আব্দুল আলী কারামী, সেক্রেটারি ফোরকান সিকদার, উত্তর জেলা মুজাহিদ কমিটির সদর আল্লামা হাবিবুল্লাহ নদভী, ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তরের সভাপতি এম ওমর ফারুক আজাদ, সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহ চৌধুরী, কলেজ বি সম্পাদক তানভির মাহতাব, প্রশিক্ষণ সম্পাদক আল মাসুম, মুহিব্বুল্লাহ, অধ্যক্ষ শওকত আজমি, মামুনুর রশিদ, কন্ঠশিল্পী ইব্রাহিম খলিল, নেজাম উদ্দীন কাদের প্রমুখ।
ডিএস