আওয়ার ইসলাম: মিয়ামনারের রাখাইনের মংডু শহরের এখনো রোহিঙ্গাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়া হচ্ছে। আন্তর্জাতিক সব আলোচনা ও বৈঠক উপেক্ষা করেই বৌদ্ধ সন্ত্রাসীরা এসব মুসলিমদের নির্যাতন করে যাচ্ছেন।
রোহিঙ্গা ভিশনের এক প্রতিবেদনে জানা গেছে, চলতি সপ্তাহে ওই শহরের অন্তত ২৫০টি বাড়িঘর, দোকানপাট, ধর্মীয় স্থাপনা বিজিপি ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় রোহিঙ্গা মুসলিমরা।
মংডুর বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে রোহিঙ্গা ভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোহিঙ্গা ভিশন বলছে, বাড়িঘর ধ্বংস করা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের গ্রামে। এসব স্থাপনা আধুনিক কাঠামোয় নির্মিত নয়; কাঠ, বাঁশ ও তালপাতা দিয়ে তৈরি।
বিজিপির এই ধ্বংসযজ্ঞকে ‘কৌশলে বাস্তুচ্যুত’ করার পর রোহিঙ্গা নিধনের নতুন চেষ্টা বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
বন্দুকের নলের মুখে অথবা কারাবন্দির হুমকি দিয়ে মংডুর রোহিঙ্গাদের বাড়িঘর ও দোকানপাট ভাঙতে বাধ্য করছে বিজিপির সদস্যরা। অনেকেই নিজেদের বাড়িঘর ভাঙতে রাজি না হওয়ায় বিজিপির সদস্যরা সেগুলো গুঁড়িয়ে দিচ্ছে।
স্থানীয় এক ব্যক্তি রোহিঙ্গা ভিশনকে বলেন, কোনো কোনো জায়গায় ৩০ বছরের পুরনো বাড়ি ধ্বংস করা হয়েছে। প্রশাসনের কাছ থেকে অনুমতি না নিয়ে ও সাবেক সীমান্তরক্ষী বাহিনী নাসাকার ম্যাপ অনুযায়ী বাড়ি নির্মাণ করা হয়নি উল্লেখ করে মংডুতে এ অভিযান চালাচ্ছে বিজিপি।
আরআর