দিদার শফিক: সৌদি সরকার পশ্চিমা সভ্যতা থেকে স্কুল শিক্ষার্থীদের বাঁচাতে উদ্যোগ গ্রহণ করেছে।
ব্রিটেন সংবাদমাধ্যমে প্রকাশ, সৌদি আরবের শিক্ষামন্ত্রণালয় স্কুলশিক্ষার্থী কোমলমতী শিশুদের পাশ্চাত্য সভ্যতা থেকে বাঁচানোর প্রকল্পটি প্রস্তুত করছেন।
এ উদ্যোগের মাধ্যমে স্কুলশিক্ষার্থীদের পাশ্চাত্যের অশালীন ও বস্তুবাদী সভ্যতা, লেবারলিজম ও ধর্মনিরপেক্ষতা মতবাদ থেকে দূরে রাখা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন সৌদি মন্ত্রণালয়।
সংবাদে প্রকাশ, সোশ্যাল মিডিয়ায় সরকারি এই উদ্যোগ নিয়ে হৈচৈ ও সমালোচনার ঝড় ওঠেছে।
উল্লেখ্য, পশ্চিমা সভ্যতা বস্তুবাদে বিশ্বাসী এবং ইসলামধর্মের মূল চেতনা থেকে সরিয়ে ধর্মীয় ও নৈতিক অধোঃগতির দিকে শিক্ষার্থীদের মৌন আবেদন জানায়।
সূত্র: কুদরত ডটকম