আওয়ার ইসলাম: তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার আল-বাব শহরে আইএস-এর সঙ্গে সংঘর্ষ হয় তুর্কি সেনাদের। এ সংঘর্ষে ১৪ জন তুর্কি সেনা সদস্য নিহত এবং আরও ৩৩ সেনা সদস্য আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে তুরস্কের সেনাবাহিনী।
বুধবার আইএস-এর সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এ বছরের আগস্টে আল-বাব শহরে বিদ্রোহীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আইএস ও কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শুরু করে তুর্কি সেনাবাহিনী। আইএস-এর সঙ্গে সংঘর্ষে এটাই তুরস্কের সবচেয়ে বড় হতাহতের ঘটনা।
তুর্কি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বুধবার আইএস-এর সঙ্গে সংঘর্ষে ১৩৮ আইএস জঙ্গিও নিহত হয়েছে। এসময় জঙ্গিরা একাধিক আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে তুর্কি সেনা সদস্যরা নিহত হন।
তুর্কি সেনাবাহিনীর দাবি, তাদের হামলায় শহরটিতে আইএস-এর প্রতিরোধ ভেঙে পড়েছে। সূত্র: বিবিসি।