শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

হ্যাপী বললেন, যারা লিখছেন আমি সিনেমায় ফিরছি আল্লাহ তাদের হেদায়েত দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

najninআবিদ আনজুম: বেশ কিছুদিন ধরেই নিউজ হচ্ছে পত্রিকায়- হ্যাপী আবারো সিনেমায় ফিরছেন। নানারকম চটকদার শিরোনামে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ভাবে ছাপা হচ্ছে নিউজটি। ব্যবসাও হচ্ছে বেশ! তবে অধিকাংশ মানুষই মিডিয়ার এই ভূয়া খবরে কান দেয়নি। কারণ হ্যাপী এখন আগাগোড়াই পরিবর্তন হয়েছেন এবং পড়ছেন মাদরাসায়। এখন কেন ভবিষ্যতেও আর সিনেমায় ফেরার ইচ্ছে রাখেন না তিনি।

তার নামে এসব ভূয়া নিউজ যারা করছেন তাদের প্রতি না ক্ষেপে হ্যাপী বরং তাদের হেদায়েত কামনা করেছেন। বিষয়টি জানিয়ে শনিবার একটি স্ট্যাটাস দিয়েছেন নিজের ফেসবুক পেইজে।

হ্যাপী লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। ‘হ্যাপী আবার মিডিয়াতে ব্যাক করছে’ এই কথাটা আসলে আমার আশেপাশের মানুষগুলো থেকে জানতে পারলাম। আর তারা জেনেছে নিউজের মাধ্যমে সুবাহানআল্লাহ! আর আমিই কিছু জানি না! আমার জানার কথাও না।কিন্তু আমাকে যারা শুধু আল্লাহর জন্যই ভালবাসেন তাদের চিন্তামুক্ত করার জন্যই মূলত এই লেখা।

যারা আমাকে নিয়ে মনগড়া নিউজ চালিয়ে যাচ্ছেন তাদের জন্য বরাবরই আমার পক্ষ থেকে হেদায়েতের দোয়া থাকে। রাগ করি না কারণ আমি জানি আল্লাহ তাদের এখনো অন্ধকার থেকে আলোয় আনেননি। আল্লাহর কসম করে বলতে পারি, আমার মতো অধম বান্দাকে আল্লাহ যা দিয়েছেন তার কোনকিছু কোনদিন স্বপ্নেও দেখিনি! আল্লাহু আকবার! আসলে আল্লাহ কাউকে বুঝ না দিলে কারোরই কিছু করার নেই।

এবার আসল কথায় আসি...

জাহান্নামের পথে আবার হাঁটা শুরু করা আমার পক্ষে সম্ভব নয়। আমি এত বোকা নই যে, এমন আগুনে ঝাপ দিবো যেই আগুনের শেষ নেই, যে আগুনে অনন্তকাল পুড়তে হবে। আমি তো এখনো জানি না আমার ঠিকানা জান্নাত হবে কিনা! মৃত্যু ছাড়া জানা সম্ভবও না।আল্লাহ মাফ করুন।

আমরা যা-ই করিনা কেন, মৃত্যু আসার পূর্বে তওবা করে আল্লাহর পথে ফিরতে না পারলে সবই শেষ! ইহকাল পরকাল সব! আর কে-ই বা জানে? কখন মৃত্যুর ফেরেশতা জানটা কবজ করে নিয়ে চলে যাবেন! ভয়ংকর হবে সেই মুহূর্ত! তখন ঠিকই হুশ আসবে কিন্তু কোনোই লাভ হবে না। দুনিয়ার ফিতনা ফাসাদ করে, জুলুম নিজের উপরেই হবে। ক্ষতি তো নিজেরই আর সাথে আরও কিছু মানুষের গুনাহও নিজ কাঁধে নেওয়া! আল্লাহ আমাদের সহীহ বুঝ দান করুন। আমীন।

আরআর

last_fainal

rakamari11


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ