আবিদ আনজুম: সঙ্গীত শিল্পী ও দাঈ জুনায়েদ জামশেদ দারুল উলুম করাচিতে সমাহিত হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সহকারী মুহতামিম আল্লামা মুফতি তাকি উসমানি।
তিনি বলেন, জুনায়েদ জামশেদের ইচ্ছা অনুযায়ী তাকে দারুল উলুম করাচিতেই দাফন করা হবে। এ জন্য জায়গাও নির্ধারণ করা হয়েছে।
পাকিস্তানের সরকারি টিভির সঙ্গে এক কথোপকথনে মুফতি তাকি উসমানি বলেন, জুনায়েদ জামশেদ অভিজাত এবং হাসিখুশি দিলের ব্যক্তি ছিলেন। জীবনে শেষ পর্যন্ত মানুষের কাছে ইসলাম প্রচারের কাজে লিপ্ত ছিলেন।
তাকি উসমানি বলেন, জুনায়েদ জামশেদের ইন্তেকাল পুরো মুসলিম দুনিয়াকে মর্মাহত করেছে।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর পাকিস্তানের পিআইএর একটি বিমান বিধ্বস্তে স্ত্রীসহ নিহত হন জুনায়েদ জামশেদ। গত শুক্রবার তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো লাশের ডিএনএ ও অন্যান্য কাজ সম্পন্ন হয়নি।
সূত্র: কুদরত ডটকম উর্দু
আরআর