আওয়ার ইসলাম: মাসব্যাপী লড়াই, জয়-পরাজয়ের সমীকরণ মাড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শেষ হচ্ছে আজ। মাসব্যাপী টুর্নামেন্টের ফাইনালে শুক্রবার সন্ধ্যায় মুখোমুখি হবে শক্তিশালী ঢাকা ডিনামাইটস ও রাজশাহী কিংস। ক্রিকেটপ্রেমীদের আর্কষণ ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ফাইনাল ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যা পৌনে ছয়টায়।
ঢাকা বিভাগের ফ্র্যাঞ্চাইজ হিসেবে ঢাকা গ্ল্যাডিয়েটর্স বিপিএলের প্রথম ও দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে নতুন ম্যানেজমেন্টে প্রথমবার শিরোপার কাছাকাছি আসল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডিনামাইটস। দুবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামির হাত ধরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে রাজশাহী কিংসও।
বিপিএলের আগের তিন আসরেই চ্যাম্পিয়ন দলের নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। আজ সাকিব, স্যামির মাধ্যমে নতুন চ্যাম্পিয়ন অধিনায়ক পাবে বিপিএল। এবার চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্সআপ ৭৫ লাখ টাকা পাবে প্রাইজমানি। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার পাবেন একটি মোটর সাইকেল।
শেরেবাংলার সবুজ জমিনে ব্যাট-বলের লড়াইয়ের আগে কিছুটা টুর্নামেন্ট শেষের আনুষ্ঠানিকতা থাকছে। বিপিএল গভর্নিং কাউন্সিল বিভাগ থেকে জানা গেছে, বিকাল চারটায় দর্শকদের বিনোদিত করতে পারফর্ম করবেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমস ও তার ব্যান্ড নগরবাউল। এসময় টুর্নামেন্টের সাত দলের জার্সি গায়ে একটি নৃত্য পরিবেশন হবে। ফাইনাল শেষে আতশবাজির ঝলকানিতে আলোকিত হবে মিরপুরের আকাশ।
ফাইনালে ফেভারিটের তকমা থাকছে ঢাকার গায়ে। কাগজে-কলমে শক্তিশালী ঢাকা টুর্নামেন্টের শুরু থেকেই নিজেদের দাপুটে পারফরম্যান্স দেখিয়ে এসেছে। লিগ পর্ব শেষে শীর্ষে থেকেই সেরা চারে আসে দলটি। প্রথম কোয়ালিফায়ারে খুলনা টাইটান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে এসেছে সাকিবের দল। চ্যাম্পিয়ন হতেও মরিয়া দলটি। লিগ পর্বে দুই ম্যাচেই রাজশাহীর কাছে পরাজয় ও দর্শকদের প্রত্যাশার চাপ থাকবে ঢাকার উপর। তবে সেটি ছাপিয়ে যাওয়ার মতো সামর্থ দলটির আছে। দলগতভাবে ফাইনাল জয়ের সব রসদই আছে ঢাকা শিবিরে।
এম কে