শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

ঈমান শক্ত করুন : অভিনেত্রী শবনম ফারিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iman4
জুলফা ইসলাম : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিড়ম্বনার শিকার হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। গত বৃহস্পতিবার ফেসবুকে তার পোস্ট করা একটি ছবিতে নোংরা মন্তব্য করেন কয়েকজন ভক্ত। পরে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে এসব মন্তব্যের কড়া জবাব দেন নায়িকা।   ভিডিও বার্তায় শবনম ফারিয়া বলেন, ফেসবুকে আমার ছবি আপলোড নিয়ে নানা জনের মন্তব্যে আমি সত্তিই অবাক। বাজে মন্তব্যগুলো যখন আমার এডমিন ডিলিট করছিল, তখন আমি বললাম ডিলিট করো না। আমি দেখি মানুষ কত নিচে যেতে পারে।

শবনম ফারিয়া বলেন,  ফোলহাতা জামা, সারা গা ঢাকা শরীর দেখে যদি আপনাদের সমস্যা হয়; তাহলে আপনারা এই ঈমান  নিয়ে পুলসিরাত পার হবেন কি করে? আর আমাদের ধর্মে বলে ছেলেদের নজর  খুব অবনত রাখতে। আমাদের ধর্মে বলে, কজন মেয়ের দিকে  একবারই তাকানো যায়, সেকেন্ট টাইম তাকাতে হয় না।

বিপরীতে আপনাদের ঈমান যদি এতটাই  শক্ত হয় তাহলে ফেসবুকে মডেল নায়িকাদের অনুসরণ করেন কেন?  এটা তো বিশাল গোনাহ।

শবনম ফারিয়া  আরও বলেন,  কে বুকে ওড়না দিল, না দিল তাতে আপনাদের কী আসে যায়? আমি আপনার গার্লফ্রেন্ডও না, বউও না, বোনও না। তো আমি কী ছবি দিলাম কী করলাম তাতে আপনাদের এতো মাথা ব্যাথা কেন? আমার বাবা-মা, বোন সবাই তো হজ করা। তাদের তো কোনো সমস্যা নাই। আপনাদের এতো সমস্যা কেন। আমারও তো অনেক কিছুই ভালো লাগে না। সেগুলো আমি ইগনোর করি। আপনার ভালো না লাগলে আপনিও সেগুলো ইগনোর করুন।

ঈমান শক্ত করুন, এই ঈমান নিয়ে পুলসিরাত পার হতে পারবেন না। যেসব ঈমান আপনারা দেখান এগুলো ঈমান না।

আআ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ