এম এ মান্নান
ফুলপুর থেকে
অনন্তকাল স্বাধীন থাকতে হলে দুনিয়ার কিছুকাল সময় পরাধীন থাকতে হবে। নিজের জান এবং মালকে নিজের মনমত ব্যয় করা যাবে না। আল্লাহর হুকুম মত ব্যয় করতে হবে।
শুক্রবার রাতে ময়মনসিংহের ফুলপুরে দিউ বেপারীপাড়া জামে মসজিদ ও এলাকাবাসির উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আদর্শ মাদ্রাসার পরিচালক মাওলানা আবু রায়হান সহ-সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় আরও বয়ান করেন, বিশিষ্ট আলিমে দীন হাফেজ মাওলানা মুজিবুর রহমান, মুফতী আমিনুল ইসলাম মাহবুবী, মুফতী আজিম উদ্দিন শাহ জামালী, অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।
মাওলানা আবু রায়হান বলেন, আমার চোখ, আমার হাত আমার না। জান্নাতের বিনিময়ে আল্লাহ এগুলো কিনে নিয়েছেন। আমি এগুলোর পাহারাদার। এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমি আল্লাহর হুকুমের নিকট পরাধীন। আল্লাহর হুবুম মত ব্যবহার করতে হবে। দুনিয়ার সামান্য ক’দিন এভাবে পরাধীন জীবন যাপন করতে পারলে অনন্তকাল স্বাধীন থাকা যাবে। জান্নাতে সবাই স্বাধীন থাকবে। কাজেই অনন্তকালের যিন্দেগীতে স্বাধীন থাকতে চাইলে দুনিয়ার ক’দিন পরাধীন থাকতে হবে। নিজের মনমত চলা যাবে না। নিজেকে আল্লাহর মনমত চালাতে হবে।
এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. আবুল বাসার আকন্দ, মেয়র আমিনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান ও পয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তোফাজ্জল হক সভায় দোয়া নিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
হাফেজ এরশাদুল্লাহর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, কাউন্সিলর ইউনুস আলী, মসজিদ কমিটির সভাপতি আলাল উদ্দিন, সেক্রেটারী আমিনুল ইসলাম, ইমাম হাফেজ সাইদুর রহমান, এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।
আরআর