শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


মিয়ানমারের ৯১ নাগরিককে বিজিপির কাছে হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 mianmarআওয়ার ইসলাম: বর্ডার গার্ড বাংলাদেশ মিয়ানমারের ৯১ নাগরিককে  দীর্ঘ কারাভোগ শেষে মুক্তি দিয়েছে। মুক্তির পর পরই তাদের মিয়ানমার বিজিপির কাছে হস্তান্তর করা হয়। বুধবার সকাল ১০টায় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বাংলাদেশের ভেতরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিজিবির কক্সবাজার সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল আনিসুর রহমান, ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ,  জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।
কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সকাল ১০টার দিকে বৈঠক শুরু হয়। সাড়ে ১০টার দিকে তাদেরকে বিজিপির কাছে হস্তান্তর করা হয়। বিভিন্ন সময় বঙ্গোপসাগরে নৌ বাহিনীর কোস্টগার্ডের কাছে আটক হয়েছিল। দীর্ঘ কারাভোগ শেষে আজ কক্সবাজার জেলা কারাগার থেকে তাদেরকে বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়।

 হস্তান্তর হওয়া এসব মিয়নমারের নাগরিক ২০১৫ সালের বঙ্গোপসাগরে নৌ বাহিনীর হাতে আটক হয়েছিল।

এবিআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ